বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধিক মূল্যে আলু বিক্রি, বগুড়ায় ব্যবসায়ীদের জরিমানা

অধিক মূল্যে আলু বিক্রি, বগুড়ায় ব্যবসায়ীদের জরিমানা

অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ব্যবসায়ীদের ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, বকশীবাজার ও কলোনী বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে ন্রেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট রোমানা রিয়াজ ও তাসনিমুজ্জামান।

বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী ৪ টি মামলায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ২২ হাজার টাকা জরিমানা করেছেন। 

দৈনিক বগুড়া