বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে করোনা সংক্রমণে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আদমদীঘিতে করোনা সংক্রমণে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লিঙ্গ বৈষম্য, মাদক, ইভটিজিং, বাল্য বিয়েসহ করোনা সংক্রমন প্রতিরোধে বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ‘র সহযোগিতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা ১১টায় ছাতিয়ানগ্রাম বাজারে থানার উপ-পরিদর্শক কাইয়ুমের সভাপতিত্বে ও আশিকুজ্জামান ছোটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন।

সভায় আরো বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক রকিব হোসেন, সহকারি উপ-পরিদর্শক এরশাদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রাজ্জাক, প্রধান শিক্ষক ইসাহাক আলী, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মিনা বেগম, মাও: দেলোয়ার হোসেন, ইমাম আলাউদ্দীন প্রমুখ।

দৈনিক বগুড়া