শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ড্রোনে ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার এসপি

এবার ড্রোনে ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার এসপি

এবার ড্রোন দিয়ে ছবি তুলেও আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। প্রতিবছর ইতালিতে অনুষ্ঠিত হওয়া সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফিক প্রতিযোগিতা।

এ বছরের প্রতিযোগিতায় আরবান বিভাগে তাঁর তোলা ‘বোটস অব বুড়িগঙ্গা’ ছবিটি প্রশংসিত হয়েছে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বেঁধে রাখা নৌকার ছবি আকাশ থেকে তুলেছেন।

 এছাড়াও তিনিসহ বিজয়ীদের পুরস্কারপ্রাপ্ত ছবি 'দ্য গার্ডিয়ান' পত্রিকায় ছাপানো হয়েছে বলে পুলিশ সুপার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত প্রোফাইলে জানিয়েছেন। এর আগেও তিনি ছবি তুলে দেশে-বিদেশে একাধিক পুরস্কার পেয়ে সুনাম অর্জন করেছেন। 

সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবারে বিজয়ী ছয়জন আলোকচিত্রীর ১১টি ছবি। তাঁর মধ্যে এসপি আলী ভূঞার তোলা ছবিটিও জায়গা করে নিয়েছে।

দৈনিক বগুড়া