মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবিলা: করলেন বাড়িভাড়া মওকুফ ও খাদ্য সহায়তা

করোনা মোকাবিলা: করলেন বাড়িভাড়া মওকুফ ও খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে দেশের বড় একটা অংশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নেই কোনো আয় রোজগার৷ নিজেদের জন্য দু'বেলা খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। এ অবস্থায় মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে এসেছে বাড়ি ভাড়া। চলমান সংকটে বাড়ির ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। পাশাপাশি তাদের খাদ্য সহায়তাও দিয়েছেন তিনি। 

বুধবার বিকেলে রুবেল হোসেনের বড় ভাই সাগর হোসেন ভাড়াটিয়াদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এর আগে রুবেলের পক্ষ থেকে তার পিতা মুন্সি আবু বক্কর সিদ্দিক জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কোনো ভাড়া দিতে হবে না। 

শুধু ভাড়াটিয়া নন, করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজের ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন রুবেল। তার এমন মহানুভবতায় ভাড়াটিয়া ও স্থানীয় সকলেই বেজায় খুশি। 

এই তারকা ক্রিকেটারের বাড়ির ভাড়াটিয়া শাহিদা বেগম বলেন, ‘রুবেল হোসেন ভাই মার্চ মাসের বাড়ি ভাড়া নেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ভাড়া দিতে হবে না বলে দিয়েছেন তিনি’।

এদিকে রুবেল হোসেনের প্রতিবেশী জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘আমাদেরকে কিছু খাদ্য সহায়তা দিয়েছেন রুবেল ভাই। এতে আমরা খুব খুশি হয়েছি। তার মতো এলাকার সকল বিত্তবানরা এগিয়ে আসলে করোনায় কর্মহীনদের খাদ্য কষ্ট থাকত না’।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ার ৩২টিসহ রাজশাহী বোর্ডে এবার ২০৩ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা
বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি!
তীব্র তাপদাহে জবিতে এক সপ্তাহ অনলাইনে ক্লাস
বাংলাদেশ-কাতার বাণিজ্য ছাড়ালো পৌনে তিনশ কোটি ডলার
দু’দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শন করলেন নান্নু এমপি
সোনাতলায় এডিপির অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সাহাদারা এমপি
সোনাতলায় বিদায়ী ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
শেরপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল