বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাহালুতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন

কাহালুতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন

বগুড়ার কাহালুতে বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন।

কাহালু উপজেলার দূর্গাপুরে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খুলে রাখায় কোচিং সেন্টার মালিকের ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী আফিসার মো. মাছুদুর রহমান। এছাড়াও প্রতিনিয়ত এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান কাহালু উপজেলার এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জনগণকে শতভাগ মাস্ক ব্যবহারের জন্য ব্যাপক প্রচারনা, বিনামূল্যে মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রখেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা ও কাহালু থানা পুলিশের সদস্যবৃন্দ।

দৈনিক বগুড়া