মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় চা দিবস আজ

জাতীয় চা দিবস আজ

দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস আজ (শুক্রবার) উদযাপন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখটিকে স্মরণীয় করে রাখতে এ দিবস উদযাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে। এ লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

আরে আগে, গত বছরের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে দিনটিকে স্মরণীয় রাখতে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের উদ্বোধনের পর হবে আলোচনা সভা। এছাড়া বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের চা, শ্রীমঙ্গলে টি মিউজিয়ামে সংরক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুলাই প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন।

দৈনিক বগুড়া