বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন বছর পর উপসচিব পাবেন সরকারি গাড়ি

তিন বছর পর উপসচিব পাবেন সরকারি গাড়ি

সরকারের উপসচিব পদে কমপক্ষে তিন বছর অতিক্রান্ত হওয়ার পর একজন কর্মকর্তা সুদমুক্ত ঋণে গাড়ি সুবিধা পাবেন। 

আগে উপসচিব হলেই এ সুবিধা পেলেও সংশোধিত নীতিমালায় তিন বছর সময়সীমা বেধে দেয়া হয়েছে।

সুদমুক্ত ঋণ সুবিধায় গাড়ি কিনতে সংশোধিত নীতিমালা জারি করে তা বুধবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০২০ (সংশোধিত)’ শীর্ষক নীতিমালায় প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাখ্যা দেয়া হয়েছে। সুদমুক্ত ঋণ সুবিধা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।

‘সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশক্রমে সরকারে উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে অন্যূন তিন বছর অতিক্রম করেছেন এমন কর্মকর্তা, সরকারের যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব/সিনিয়র সচিব।’

দৈনিক বগুড়া