শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেলেগু সিনেমা নায়িকার বাংলাদেশে ‘পায়ের ছাপ’

তেলেগু সিনেমা নায়িকার বাংলাদেশে ‘পায়ের ছাপ’

বাংলাদেশের মডেল, অভিনেত্রী মেঘলা মুক্তা দক্ষিণ ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার সিনেমার নায়িকা হয়ে চমকে দিয়েছিলেন। তার অভিনীত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ নামের সিনেমাটি ২০১৯ সালে দক্ষিণ ভারতের দেড়শটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।

বাংলাদেশের অভিনয়শিল্পীর মধ্যে প্রথম তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রেখেই সাফল্য পেলেও এর আগে দেশের কোনো সিনেমায় সেভাবে কাজ করেননি তিনি। অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা ‘নবাব’-এ অভিনয় করেছিলেন পার্শ্ব চরিত্রে।

এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেন মেঘলা মুক্তা। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘পায়ের ছাপ’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।

সোমবার (৭ জুন) মেঘলা মুক্তা নিজেই খবরটি জানিয়ে বলেন, তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বাংলাদেশি সিনেমায় প্রধান চরিত্রে কাজ শেষ করলাম এই প্রথমবার। গত ৩০ মে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতাও ছিল অসাধারণ। কাজ করতে গিয়ে পরিচালক-সহকর্মীসহ সবার অনেক অনেক সহযোগিতা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিগগিরই আপনারা সিনোমটি বড় পর্দায় দেখতে পাবেন।

মুক্তা আরো যোগ করেন, একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখানো হয়েছে সিনেমাটিতে। আর সেই নারীর চরিত্রে অভিনয় করেছি আমি। আমার অভিনয় জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সিনেমা। কারণ চরিত্রটি একেবারেই ভিন্ন। কাজটির জন্য অনেক কষ্টও করেছি।

মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান, রবিউল মাহমুদ ইয়াং, অর্থি, খলিলুর রহমান কাদরী, রীপা রঞ্জনা, পংকজ বণিক, মাসুদ বিডি, অর্নব ত্রিপুরা, শৈবাল সাহা, আফরোজা পারভীন, লিপি খন্দকার প্রমুখ।

শুটিং শেষে সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে আছে বলে জানিয়েছেন নির্মাতা। সেন্সর পেলেই এটি মুক্তির উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই