বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধুনটে কমিউনিটি সচেতনতা মূলক আলোচনা সভা

ধুনটে কমিউনিটি সচেতনতা মূলক আলোচনা সভা

বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন  এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যায়ন প্রাঙ্গনে ইউএনএফপিএ এর সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর জেলা প্রতিনিধি তামীমা নাছরিন, ধুনট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম, ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, ধুনট থানার এসআই নুরুজ্জামান সরদার, শিক্ষক আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লিটন মাহমুদ, ভূটান, মোয়াজ্জেম হোসেন, ঠিকাদার আইয়ুব আলী ,  ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী কনিকা খাতুন ও খালেদা আকতার প্রমুখ। 

দৈনিক বগুড়া