শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ উদযাপন করতে মহাস্থানগড়ে উপচে পড়া ভীড়

পহেলা বৈশাখ উদযাপন করতে মহাস্থানগড়ে উপচে পড়া ভীড়

 

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে পহেলা বৈশাখ উদযাপন করতে বিচিত্র সাজে বাংঙ্গালিদের উপচে পড়া ভীড়। পহেলা বৈশাখ বাংলা সনের ১৪২৬ এর প্রথম দিন। এ দিনটি নানা আয়োজনে বাংলাদেশে শুভ নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব। বাঙালি নতুন বছরের এ দিনটি আনন্দ ঘন পরিবেশে বরণ করে নিল। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। এদিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। তেমনি এই প্রতিবেদক পহেলা বৈশাখীর বাঙালিদের আনন্দের বাস্তব চিত্র তুলে ধরতে দিন ভোর উপস্থিত ছিলেন বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে।

রবিবার পহেলা বৈশাখ বৈকালিক বগুড়ার মহাস্থানগড়ে বাঙালিদের ছিল উপচে পড়া ভীড়। জাদুঘর চত্বরে গিয়ে দেখা যায়, অসহনীয় গরমকে উপেক্ষা করে পরিবার পরিজনদের নিয়ে পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিল বাঙালিরা।

এসময় বাঙালি পরিবারের অভিভাবকেরা তাদের আদরের শিশু কিশোর কিশোরীদের নতুন বৈশাখের একতারা, ঢাক-ঢোল’সহ গ্রামীণ দৃশ্যপটের বিচিত্র পোষাক পড়ে নিয়ে এসেছিল। তাদের বিভিন্ন রং বেরংঙের বৈশাখী পোষাকে পুরো মহাস্থানগড় এলাকা যেন রংধনু সৃষ্টি হয়ে ছিল। তারা শুধু বেড়াতেই নয় ঐতিহাসিক মহাস্থানগড়ের ইতিহাস জানতে পেরে বেজায় খুশি। বৈশাখী আনন্দে সকাল থেকেই মহাস্থানগড় জাদুঘর এলাকায় আসতে থাকে বাঙালি বাবু।

সারা বছর কর্মব্যস্তার পর বাঙালিরা প্রিয় পহেলা বৈশাখের প্রশান্তির ছোয়া পেতে বৈশাখের বাড়তি আনন্দের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেকেই বন্ধু বান্ধব প্রেমিক-প্রেমিকা এবং পরিবার পরিজনদের নিয়ে ভীড় করছেন মহাস্থানগড়ে। বাঙালিরা সারাদিন ঘোরাফেরা করে দুপুরে গরমে অস্বস্তি পেলেও পড়ন্ত বিকালে যাদুঘরের ফ্রান্স এর মাঠে সুনিবিড় স্থানে বসে বসে আপনজনদের নিয়ে সময় কাটাচ্ছেন।

আবার কেউ কেউ নেচে গেয়ে ঘুরে ফিরে অনেক মজা করছেন। আর মহাস্থানগড়ে আসা এমন কেউ নেই যে তারা মোবাইলে সেলফি ক্লিকবাদ পড়েছে। এরই ফাঁকে অনেকেই আবার হযরত শাহ সুলতানের মাযার দর্শন ও জিয়ারত করতে ছুটে আসেন। বগুড়ার মহাস্থানগড়ে শুধু পহেলা বৈশাখে কিংবা বিশেষ কোন দিনেই নয়, সারা বছরই এখানে বাঙালি দর্শনার্থী ছাড়াও দেশ বিদেশের অনেক পর্যটকের ভীড় জমে। পহেলা বৈশাখী উদযাপন উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহীনি ও উপজেলা ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই