বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূজার আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এই ফেস প্যাক

পূজার আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এই ফেস প্যাক

সুন্দর, মসৃণ, উজ্জ্বল ত্বক কে না চায়। তবে অযত্ন আর অবহেলায় ত্বক হয়ে পরে শুষ্ক,মলিন। আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। পূজার আগেই ত্বক এবং চুলের যত্ন নিয়ে ফেলুন।  

তা না হলে সুন্দর পোশাক পরলেও আপনাকে দেখতে ভালো লাগবে না। সারাবছর যত্নের অভাবে ত্বকের যে বারোটা বেজেছে। ত্বকের এসব সমস্যা দূর করতে ঘরেই প্যাক বানিয়ে নিন।

তবে চলুন জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক-

প্যাকটি বানাতে লাগবে হলুদ, মধু ও দুধ। ত্বককে হাইড্রেট রাখতে মধুর বিকল্প হয় না, আর হলুদে থাকা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান। যা ব্রণ, পিম্পলসহ ত্বকের নানান সমস্যা দূর করে। দুধ আমাদের ত্বককে কোমল রাখে। প্যাকটি বানাতে হাফ চামচ হলুদ গুঁড়া, এক চামচ মধু এবং পরিমাণমতো কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে নিন।

এবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে এই প্যাকটি ভালোভাবে পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি প্রতিদিনই লাগাতে পারেন। আবার একদিন পর পর লাগালেও ভালো ফল পাবেন। এতে করে ত্বকের মৃত কোষ দূর হবে। সঙ্গে ত্বক উজ্জ্বল করতে সহায়তা করবে।   

দৈনিক বগুড়া