বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ

বগুড়ার সোনাতলায় বন্যা, নদী ভাঙ্গন, অগ্নিকান্ড, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক মোকাবেলার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন দুপুর ১২ টায় বুধবার উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খাদ্য বিতরণ করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

এ সময় অন্যান্যেনর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নানতুল ফেরদৌসি রুম্পা, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,

দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের আহŸায়ক শাওনেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ।

অনুষ্ঠানে ৩৫০ জন সুবিধাভোগীদের শিশুখাদ্য, ১২০ জনের মাঝে গো-খাদ্য, ১৫ জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের মাঝে নগদ অর্থসহ খাদ্য বিতরণ করেন।

এর আগে প্রধান অতিথি উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর জিপিএস- নুরারপটল ভায়া ইউজেড আর সড়কের ১২২০ মিঃ চেইনেজ এ ৫১ মিঃ আরসিসি গার্ডার ব্রীজ ৩ কোটি ৩৭ হাজার টাকা ব্যায়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। উদ্বোধন পূর্ব দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জন এর সভাপতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তার আগে প্রধান অতিথি সাহাদারা মান্নান ডাক অধিদপ্তর বাংলাদেশ ডাক বিভাগ বাস্তবায়নে সোনাতলা উপজেলার ডাকঘর এর পূর্ণঃ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এবং সোনাতলা উপজেলা আগুনিয়াতাইড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পরে প্রধান অতিথি পৌর এলাকার চমরগাছা ছয়ঘরিয়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ও উপজেলা পাকুল্লা ইউনিয়নের সরলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদা বাঁধ হতে মুসারপাড়া পাকা রাস্তার উদ্বোধন করেন।

দৈনিক বগুড়া