বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের টুইট মুছে দেয়ায় নাইজেরিয়ায় বন্ধ টুইটার

প্রেসিডেন্টের টুইট মুছে দেয়ায় নাইজেরিয়ায় বন্ধ টুইটার

নাইজেরিয়া সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে। ‘টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে সক্ষম’-এমন কারণ দেখিয়ে শুক্রবার (৪ জুন) দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নীতিমালা ভঙ্গের অভিযোগ আনার দু’দিন আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় জানায়, দেশের কেন্দ্রীয় সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ ঘোষণা করেছে।

তবে শুক্রবার নিষিদ্ধ করে বিবৃতি দেয়ার পরও টুইটার কাজ করছিল নাইজেরিয়ায়। তখন এ বিষয়ে এ জানতে চাইলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, ‘আমি প্রযুক্তির বিষয়ে কিছু বলতে পারবো না, তবে টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ থাকবে।’

দৈনিক বগুড়া