বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার কলোনীতে তাজ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা

বগুড়ার কলোনীতে তাজ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা

মিস ব্র‍্যান্ড, মেয়াদ উত্তীর্ণ, সরকারি ও নমুনা ওষুধ রাখার অপরাধে বগুড়ায় তাজ ফার্মেসি নামে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় শহরের কলোনী এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। দুই ঘন্টা ধরে চলা ওই অভিযান  পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  এটিএম কামরুল ইসলাম। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান, জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট আহসান হাবীবসহ র‍্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, কলোনীর তাজ ফার্মেসীর মালিক তাজউদ্দিন ড্রাগ লাইসেন্সে উল্লেখিত চৌদ্দটি শর্তের প্রায় প্রত্যেকটি তিনি লংঘন করেছেন এবং তার ড্রাগ লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স দুই মেয়াদ কয়েক বছর আগেই শেষ হয়ে গেছে। এছাড়া,  তার কাছ থেকে মিস ব্রান্ডেড ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সরকারি ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এসকল অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, জরিমানার পাশাপাশি প্রায় দুই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

দৈনিক বগুড়া