বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে দই মিষ্টি কারখানায় মোবাইল কোর্টের জরিমানা

বগুড়ার শেরপুরে দই মিষ্টি কারখানায় মোবাইল কোর্টের জরিমানা

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিস্টি তৈরীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় বগুড়া র‌্যাব এবং উপজেলা নির্বাহী অফিসার এর যৌথ অভিযানে বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৬ জনকে ১,১০,০০০/- টাকা জরিমানা।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৬০০ ঘটিকায় স্বজল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং জনাব মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়ার সহযোগিতায় বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিস্টি তৈরীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০০৯ সালের ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে ১। আহম্মেদ আলী (৪২) (সাউদিয়া ডেইরী এ্যান্ড ফুড প্রোডাক্টস), পিতা-মোঃ আঃ জলিল, সাং-য্যান্নালপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ৩০,০০০/-টাকা,

২। শ্রী শ্যামল বসাক (৩৭) (রিংকি সুইটস্), পিতা-মৃত ভুপেন্দ্রনাথ, সাং-দক্ষিণ শাহপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ২০,০০০/- টাকা, ৩। আনন্দ ঘোষ (৩১) (মৌচাক মিস্টি দই), পিতা-সন্তোষ ঘোষ, সাং-দক্ষিণ শাহপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ২০,০০০/-টাকা,

৪। তপন ঘোষ (৪০) (শম্পা দধি ভান্ডার), পিতা-মৃত নিপেন ঘোষ, সাং-ঘোষপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ৩০,০০০/- টাকা, ৫। স্বজল চৌধুরী (৫৫) (ভিআইপি দইঘর), পিতা-মৃত সত্যনারায়ন চৌধুরী, সাং-দক্ষিণ শাহপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ৫,০০০/- টাকা এবং ৬। ওয়াসিম ঘোষ (৩২) (উষা দই ভান্ডার), পিতা-হারান ঘোষ, সাং-ঘোষপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে ৫,০০০/- টাকাসহ সর্বমোট ১,১০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: