শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ’টাচ এন্ড টেক’ এ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ’টাচ এন্ড টেক’ এ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বেশি দামে পেয়াজ বিক্রিসহ বিএসটিআই এর অনুমোদন ব্যতীত মসলা রিপ্যাকিং করে  ও আমদানীকারকের সিল ব্যতীত বিদেশি কসমেটিক্স বিক্রির অভিযোগে বগুড়ায় টাচ এন্ড  টেক সুপার সপকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১১টায় শহরের জলেশ্বরীতলায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম। এসময় জেলা পুলিশ, পৌরসভার স্যানেটারি অফিসার শাহ আলী ও পেশকার রফিক সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম জানান,  রাজাবাজারে পেয়াজ কেজি প্রতি পাইকারী দাম ৮০ টাকা ও খুচরা ৮৫-৮৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। অথচ টাচ এন্ড টেক সুপার শপে পেয়াজ কেজি প্রতি ১০০ টাকা দাম রাখা হচ্ছিল।  কিন্তু ক্রয়কৃত মূল্য রশিদ দেখাতে পারে নাই। বস্তুত মূল্য রশিদ সংরক্ষণ করা হচ্ছে না।

এছাড়া বিএসটিআই এর অনুমোদন ব্যতীত মসলা রিপ্যাকিং করে বিক্রি ও আমদানীকারকের সিল ব্যতীত বিদেশি কসমেটিক্স বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

দৈনিক বগুড়া