মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় তিন হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা

বগুড়ায় তিন হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও পণ্যের গায়ে মূল্য না থাকায় বগুড়ার আদমদীঘিতে তিন হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সান্তাহার পৌর শহরে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রান্নাঘর অপরিষ্কার, নোংরা পরিবেশ থাকায় দুটি হোটেলে ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় হোটেল স্টারের ৩ হাজার, হোটেল বিসমিল্লাহ’র ১৫ হাজার ও পূর্ব ঢাকারোডের উজ্জল স্টোরের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক বগুড়া