শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নতুন আক্রান্ত ২১, সুস্থ ১৩ জন

বগুড়ায় নতুন আক্রান্ত ২১, সুস্থ ১৩ জন

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় ৩১৭নমুনার ফলাফলে ২১জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ১৩জন। এছাড়া করোনায় নতুন করে কোন ব্যক্তির মৃত্যু হয়নি।  নতুন আক্রান্ত ২১জনের মধ্যে সদরের ২০জন এবং বাকি একজন গাবতলীর বাসিন্দা। বুধবার সকাল ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন। 

ডা: তুহিন জানান, ২০ অক্টোবর, বগুড়ায় দুইটি পিসি আর ল্যাবে ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৯৫ পরীক্ষায় ১৬টি এবং  টিএমএসএস মেডিকেল কলেজে ২২ নমুনায় ৫জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। 

এই নিয়ে জেলায় সরকারি তথ্যানুযায়ী মোট ৭ হাজার ৮৮৮জন করোনায় আক্রান্ত এবং ৭ হাজার ১৭৪জন সুস্থ হলেন। এছাড়া নতুন করে কেও মারা না যাওয়ায় মোট মৃত্যু ১৯২জনেই অপরিবর্তিত। এখন জেলায় বর্তমানে করোনার রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছেন ৫২২জন। 

দৈনিক বগুড়া