মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২০ হাজার শ্রমিকের হাতে তৈরি হচ্ছে এ্যানটিক গহনা

বগুড়ায় ২০ হাজার শ্রমিকের হাতে তৈরি হচ্ছে এ্যানটিক গহনা

বগুড়ার এ্যানটিক পল্লী গড়ে ওঠে প্রায় ৫০ বছর আগে জেলা শহরের উপকণ্ঠে ধরমপুর ও বারপুরে। প্রায় ২০টি গ্রামে গড়ে উঠেছে এ্যানটিক কারখানার কুটির শিল্প। ৩ সহস্রাধিক নারী-পুরুষে গহনা তৈরি করে। এই ২০ গ্রাম থেকে প্রতিদিন ১০ লাখ টাকার গহনা যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। মাসে প্রায় ৩ কোটি টাকার এ্যানটিকের গহনা পাইকারি বিক্রি হয়ে থাকে।

করোনার শুরুতে মুখ থুবড়ে পড়লেও আবার ঘুরে দাঁড়িয়েছে এ্যানটিক পল্লী। যেখানে প্রায় ২০ সহস্রাধিক নারী-পুরুষ ব্যস্ত সময় পার করছেন। এ্যানটিকে কাজ করে তাদের জীবন মান পাল্টে গেছে। সকালে গহনার বানানোর ছোট-ছোট হাতুড়ি খুট-খাট শব্দ ও গ্যাস পটের সড়-সড় শব্দে গ্রামর মানুষের ঘুম ভেঙ্গে যায়। আগে সোনার গহনা তৈরির জন্য কয়লার আগুনে পিতলের নল দিয়ে গহনার জোড়া লাগানো হতো। এখন প্রযুক্ত পাল্টে গেছে তারা গ্যাসের পটে চাপ দিয়ে এ্যানটিকের গহনাকে জোড়া লাগায়। তারা একটি মোমের ছাঁচে জোড়া দিয়ে তৈরি করেন নানা ডিজাইনের গহনা। এ গহনা তৈরি হয় তামা, পিতল ও দস্তার সংমিশ্রণে। অপূর্ব হতের কারুকাজে তৈরি হচ্ছে চোখ ধাঁধানো গহনা। এগুলো সোনা নাকি অন্য কোনো মূল্যবান পদার্থের তা পরীক্ষা না করে ধরার কোনো উপায় নেই।

বিদ্যুৎ মিয়া আগে গহনা তৈরির কারখানায় কাজ করেতো। এখন তিনি নিজেই কারখানার মালিক। তিনি জানান, এই ২০টি গ্রামে বেকার যুবকের সংখ্যা কম।

ধরমপুর বাজার দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. জাকির

হোসেন জানান, সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এ্যানটিকের গহনা চাহিদা বেড়েছে। এখানকার অনেকে যারা রিকশা চালাতো, দিনমজুর ছিল বা অন্যান্য পেশায় নিয়োজিত ছিল। তাদের অধিকাংশই প্রথমে এ্যানটিক কারখানার শ্রমিক ছিল। এরপর তার নিজেরাই এখন এক একজন এ্যানটিক শিল্পের মালিক বনে গেছে। এর কাঁচা মাল আসে ভারত থেকে। কারণ সেখানে তামা, ব্রোঞ্জ, দস্তা পিতলের খনি আছে।

তিনি বলেন, এই অঞ্চলে তেমন বেকার নেই । তিনি আরও জানান, প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ টাকার গহনা বেচা কেনা হয়ে থাকে। মাসে ৩ কোটির অধিক এ্যানটিক গহনা বগুড়ার ধরমপুর ও বারপুর থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিসিক সহজ শর্তে ঋণ সহায়তা পেলে তারা এই গহনা বিদেশে রফতানি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ওই গ্রামের মানুষ গহনা তৈরি কাজে ব্যস্ত থাকে। এমন কোনো ডিজাইনের গহনা নেই যে তারা তৈরি করতে পারেন না। তাদের হাত দক্ষ ও সুনিপুণ। তাদের একজন সাইফুল ইসলাম জানান, তিনি মিথিলা এ্যানটিক কারখানার মালিক। প্রথমে তিনি দুই মাস একটি এ্যানটিকের কারখানায় কাজ করেছেন। এখন নিজেই কারখানা দিয়েছেন। প্রতি মাসে আড়াই লাখ টাকার এ্যানটিক গহনা সরবরাহ করে থাকেন।

আরেক গহনা শিল্পী জানান, তিনিসহ তার পরিবারের ৪ জন সদস্য এ কাজ করছেন। আগে তাদের অনেক অভাব অনটনের মধ্যে দিনযাপন করতে হয়েছে। এখন এই কাজ করে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে।

ধরমপুর ও বারপুরের এ্যানটিকে ক্ষুদ্র ও কুটির শিল্প সহায়তার প্রশ্নের সহায়তা প্রসঙ্গে বগুড়া বিসিকের ডিজিএম জাহেদুল ইসলাম জানান, তাদের তরফ থেকে সহায়তার জন্য কেউ আসেনি। এলে নিশ্চয়ই সহায়তা প্রদান করা হবে। তিনে বলেন, এটি একটি সম্ভাবনাময় খাত। অবশ্যই তাদের সহায়তায় বিসিক এগিয়ে আসবে। খবর বাসসের।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ার ৩২টিসহ রাজশাহী বোর্ডে এবার ২০৩ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা
বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি!
তীব্র তাপদাহে জবিতে এক সপ্তাহ অনলাইনে ক্লাস
বাংলাদেশ-কাতার বাণিজ্য ছাড়ালো পৌনে তিনশ কোটি ডলার
দু’দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শন করলেন নান্নু এমপি
সোনাতলায় এডিপির অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সাহাদারা এমপি
সোনাতলায় বিদায়ী ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
শেরপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল