বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া শহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বগুড়া শহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বগুড়ার শহরে ভ্রাম্যমান আদালতে করোনা প্রাদুর্ভাবে সামাজিক দুরুত্ব না মানায় মাস্ক পরিধান না করা ও ফুটপাতে দোকান বসানোর কারনে শহরের সাতমাথায় কয়েকজন ফল ব্যবসায়ীর ও  মাস্ক পরিধান না করায় ১৭ জনের জরিমানা করা হয়েছে।

সকালে বগুড়া পৌরসভা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রিট ও সহকারী কমিশনার রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে এ জরিমানা করেন।  

এব্যাপারে সহকারী কমিশনার  বলেন, বাড়ির বাহিরে অবস্থানের সময় মাস্ক ব্যবহার না করলে,ফুটপাতে দোকান এবং বিকাল ৪টার পর দোকান-পাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

দৈনিক বগুড়া