শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের আশ্রয়স্থল-মনির খান

বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের আশ্রয়স্থল-মনির খান

বাংলাদেশ সরকার শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের আশ্রয়স্থল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা মনে করেছিল আবারও পাকিস্তান গর্জে উঠবে বাংলার বুকে।

কিন্তু বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা বাংলার মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছেন। দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে রুপান্তর করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে আত্ম প্রকাশ করবে।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে বগুড়ায় শেখ হাসিনা পরিষদ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাগর কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, জননেত্রী শেখ হাসিনা পরিষদের পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ জাহেদুল হক, মনোয়ারা বেগম মুন্নি খান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, ডালিয়া পারভীন সালমা, কোষাধ্যক্ষ ফারুক আকব্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

এসময় সংগঠনের বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহবুব হাসানের পরিচালনায় সাংগঠনিক সম্পাদক এনামুল হক আইনুর ওটা মিসটেক সম্পাদক আব্দুল গাফফার সরকারের সার্বিক সহযোগিতায় শেখ হাসিনা পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই