শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বগুড়ার সোনাতলায় গতকাল ১ জুুন মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর সেমিফাইনালে সোনাতলা পৌরসভা একাদশ ও তেকানীচুকাইনগর একাদশ ফাইনালে উন্নীত হয়েছে।

খেলায় তেকানীচুকাইনগর একাদশ ১-০ গোলে জোড়গাছা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। অপরদিকে সোনাতলা পৌরসভা একাদশ ১-০ গোলে পাকুল্লা ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।

২ জুন বুধবার বেলা ৩টায় ওই দুটি দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল খেলা শেষে ম্যান অব ম্যাচ পুরষ্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার ভুমি কাবেরী জালাল, সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা, কমিশনার তাহেরুল ইসলাম তাহের, নিপুন আনোয়ার কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, ফিদা হাসান খান টিটো, শাহনেওয়াজ তালুকদার বাবু, প্রভাষক রুহুল আমিন হিরু, সোহেল আহমেদ প্রমুখ।

দৈনিক বগুড়া