শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যেভাবে এখনো জয়ী হতে পারেন ট্রাম্প

যেভাবে এখনো জয়ী হতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। সে কারণে আগামী চার বছর হোয়াইট হাউস কার দখলে থাকবে তা জানতে আরো কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে। তবে এখনো যেসব রাজ্যে ফলাফল ঘোষণা বাকি সেগুলোর বেশিরভাগেই দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন পর্যন্ত জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ওই রাজ্যে ট্রাম্প এবং বাইডেন দু'জনই পেয়েছেন ৪৯ দশমিক ৪ ভাগ ভোট। সেখানে ট্রাম্পকে ভোট দিয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। অপরদিকে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৫ হাজার ৫৬৮টি ভোট। অর্থাৎ জনগণের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

পেনসিলভানিয়ায় মোট ইলেকটোরাল ভোট ২০টি। এর মধ্যে ৯৫ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ২৩৯টি। ওই রাজ্যে জো বাইডেনকে ভোট দিয়েছেন ৩২ লাখ ৬২ হাজার ৮৫০ জন ভোটার। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প এখন পর্যন্ত ৪৯ দশমিক ৬ শতাংশ এবং বাইডেন ৪৯ দশমকি ৩ শতাংশ ভোট পেয়েছেন।

নর্থ ক্যারোলিনায় মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৫। সেখানে ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প ৫০ দশমিক ১ শতাংশ এবং বাইডেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ওই অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ৮৪ জন ভোটার। অপরদিকে বাইডেনকে ভোট দিয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন।

এদিকে, নেভাদায় এখন পর্যন্ত ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে মোট ইলেকটোরাল ভোট ৬টি। ওই অঙ্গরাজ্যে জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ। সেখানে ট্রাম্পের মোট ভোট ৪৮ দশমিক ৫ শতাংশ। সেখানে তিনি ভোট পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৩টি। অপরদিকে বাইডেনকে ভোট দিয়েছেন ৬ লাখ ৪ হাজার ২৫১টি। ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ী হবার সম্ভাবনা এখনও আছে।

অপরদিকে আলাস্কায় মোট ইলেকটোরাল ভোট মাত্র তিনটি। সেখানে এখন পর্যন্ত ৫০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ ভোট। আর জো বাইডেনের ঘরে পড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬০২টি এবং বাইডেন ৬৩ হাজার ৯২২টি।

এখন পর্যন্ত জো বাইডেনের দখলে রয়েছে ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি। প্রেসিডেন্ট হতে দরকার ২৭০ ভোট। সেদিক বিবেচনায় ট্রাম্পের চেয়ে বাইডেন অনেকটাই এগিয়ে গেছেন। তকে যে পাঁচটি রাজ্যের ভোট গণনা এখনো শেষ হয়নি সেখানে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

তবে নেভাদার ৬টি ভোট পেলে বাইডেনের জয় নিশ্চিত। আর ট্রাম্পকে আবারো ক্ষমতায় যেতে হলে নেভাদাসহ বাকি চার অঙ্গরাজ্যেও জয় নিশ্চিত করতে হবে। ওই রাজ্যগুলোতে এখন পর্যন্ত ট্রাম্পই এগিয়ে আছেন এবং নেভাদায় ট্রাম্প আর বাইডেনের ব্যবধান খুব বেশি নয়। সেখানে জয় নিশ্চিত হলে হোয়াইট হাউসের দৌঁড়ে ট্রাম্পকে আর পেছনে তাকাতে হবে না।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই