বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

করোনা মহামারিতে সংক্রমণ ঝুঁকি এড়াতে অন্য অনেক উৎসবের মতোই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। ভার্চ্যুয়েল কিছু অনুষ্ঠানের মাধ্যমেই এবার স্মরণ করা হয়েছে কবিগুরুকে। নন্দিত অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পেইজ রবি ঠাকুরের জন্মদিনে পোস্ট করেছেন নিজ কণ্ঠে গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত।

জয়া আহসানের গাওয়া ‘তোমার খোলা হাওয়া’ রবীন্দ্রসঙ্গীতটি অবশ্য এর আগে ‘ডুবসাঁতার’ সিনেমাতে ব্যবহার করা হয়েছে। রবীন্দ্র জন্ম জয়ন্তিতে নিজ কণ্ঠে গাওয়া সেই গানটিই তিনি শেয়ার করেঝেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

শুধু ‘ডুবসাঁতার’-ই নয়, অতনু ঘোষের ‘বিনিসুতো’ সিনেমার একটি গানেও প্লেব্যাক করছেন জয়।

শৈশবে গানের স্কুলে যাওয়া-আসা করতেন জয়া। একসময় লেখালেখিও করেছেন। লেখালেখি থেকে দূরে সরে এলেও গান গাওয়াটা ভুলেননি। ফেসবুকে নিজের গাওয়া গানটি পোস্ট করে জয়া লিখেছেন-

আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্র সঙ্গীত "তোমার খোলা হাওয়া।" আজ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।

দৈনিক বগুড়া