শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শাজাহানপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলাা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।  দিনব্যাপি প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। 

ভেটেরিনারি সার্জন ডা: কানিস ফারজানা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: সাজেদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম শামসুদ্দিন। অন্যান্যের মধ্যে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকি, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক এতে অংশ নেন। দিনব্যাপি প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া. হাঁস-মুরগি, গবাদি পশুর খাদ্য, ওষুধ এবং আধুনিক প্রযুক্তি বিষয়ক ৩০টি স্টল স্থাপন করা হয়েছিল। 

দৈনিক বগুড়া