বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে করোনা ভাইরাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে করোনা ভাইরাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে গুজব ছড়ানো ও প্রতিরোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা ভাইরাস সংক্রান্ত বিদ্যমান পরিস্থিতি সম্পর্কিত মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিক্ষানবিশ এএসসি অতনু চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার শাহ আলম, মাওঃ জাফর হোসেন, মোলামাগাড়ী মাদ্রাসার মহাতামীম মাওঃ ছামছুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা করোনা ভাইরাস সংক্রান্তে স্বাস্থ্য বিধি মেনে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গুজব ছড়িয়ে সরকারি অফিস আদালত, ইউএনও’র গাড়ীতে অগ্নিসংযোগ সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভাংচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্থ করা থেকে বিরত থাকার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানানো হয়।

দৈনিক বগুড়া