শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইউএনও’র বাজার মনিটরিং, দণ্ডিত দুই

শেরপুরে ইউএনও’র বাজার  মনিটরিং, দণ্ডিত দুই

বগুড়া জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক ৩১ অক্টোবর শনিবার মির্জাপুর হাটে বাজার মনিটরিং, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো লিয়াকত আলী সেখ।

এসময় তিনি আলু, চাল, পিয়াজ, কাচা মরিচ, আদা, সয়াবিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির খুচরা ও পাইকারি বাজারদর পর্যবেক্ষণ করেন এবং জাতীয় সম্পদ ইলিশের ক্রয়-বিক্রয় রোধে মাছের বাজার পরিদর্শন করেন।

পাশাপাশি দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানো নিশ্চিত করা হয়। মাস্ক পরতে উৎসাহিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং ঔষধের দোকানে ড্রাগ লাইসেন্স পর্যবেক্ষণ করা হয়।

এসময় ইউএনও বলেন, সরকারের নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ করলে বা কারসাজি করলে বা কৃত্রিম সংকট তৈরী করলে বা গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে সরকার আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।

উক্ত অভিযানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিজ দোকানে প্রকাশ্যে প্রদর্শন করায় ২ জনকে মোট ৮০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ সহায়তা করেন। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া