বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে জেলা আ`লীগ সভাপতির গনসচেতনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ

শেরপুরে জেলা আ`লীগ সভাপতির গনসচেতনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা গনসচেতনামূলক প্রচার-প্রচারণাসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বুধবার (১২মে) বেলা সাড়ে বারোটার দিকে জেলার শেরপুর উপজেলাস্থ স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশে সরকার ঘোষিত লকডাউন চলছে। তবে জীবন-জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে যাচ্ছে কিন্তু দুর্ভোগ্যের বিষয় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তাই সরকারের পাশাপশি আওয়ামীলীগ ও দলের নেতাকর্মীরাও গণসচেতনা তৈরীতে মাঠে কাজ করছেন।

করোনায় বিপর্যস্ত মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যে কোনো ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। পরে প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে যারা মাস্ক পড়েননি তাদেরকে বিনামূল্যে মুখে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, এড.  গোলাম ফারুক, মোহাম্মদ আলী মন্টু মাস্টার, মোকাররম হোসেন রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আ.লীগ নেতা আলহাজ¦ সেলিম রেজা, শাহাদত হোসেন টুকু, আয়নাল হক, জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রনি সরকার, শাকিল মাহমুদ, গালিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া