বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভূমি রাজস্ব আদায় ক্যাম্প

শেরপুরে ভূমি রাজস্ব আদায় ক্যাম্প

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা ও কাফুরা মৌজায় ভূমি রাজস্ব আদায় ক্যাম্প কার্যক্রম চলছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করেছেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। 

সাবরিনা শারমনি বলেন, এ কার্যক্রম দিনব্যাপি চলবে। ভূমি উন্নয়নের কর প্রদানের প্রয়োজনীয়তা আলোচনা ও ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করা হচ্ছে। এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে হোল্ডিং এন্ট্রির জন্য ভোটার আইডি কার্ড,মোবাইল নম্বর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা জনগণের দৌঁরগোড়ায় গিয়ে সেবা দিচ্ছি। ভূমি উন্নয়ন কর দিয়ে ভূমির মালিকানা নিশ্চিত করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।’   

এ ভূমি রাজস্ব আদায় ক্যাম্প কার্যক্রমে সহযোগিতা করছেন গাড়ীদহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা  সেলিম রেজা।

দৈনিক বগুড়া