শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে সুধীবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শেরপুরে সুধীবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, মিডিয়াকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কাউটস প্রতিনিধি গণের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, শেরপুর সরকারী ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব আলী, ইউপি সচিব মোঃ আমিনুল ইসলাম,ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি শ্রীকান্ত মাহাতো প্রমুখ। শেষে জেলা প্রশাসক ভিক্ষুকদের মাঝে দোকান ঘরের চাবি হস্তান্তর করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মিতব্য মডেল মসজিদ ও শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ পরিদর্শন করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই