বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ডা. এম আমান উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. এম আমান উল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

অধ্যাপক ডা. এম আমান উল্লাহ উপমহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং পরে উপজেলার মাহমুদপুর গ্রামের সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

দৈনিক বগুড়া