মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সারাদেশে ১৫৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

সারাদেশে ১৫৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

সারাদেশে বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ১৫৮টি প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার ১০১টি বাজারে (পাইকারি ও খুচরা) অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ও মাগফুর রহমান। 

এছাড়া ঢাকার বাইরে ৫১ জন কর্মকর্তা বিভাগের উপপরিচালক ও জেলার সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে অভিযান চালায়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য বা ওষুধ বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি করাসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

দৈনিক বগুড়া