শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধীরে ধীরে সচল হচ্ছে ঢাকা

ধীরে ধীরে সচল হচ্ছে ঢাকা

ধীরে ধীরে সচল হচ্ছে রাজধানী ঢাকা। ঈদের তৃতীয় দিন রোববার (১৬ মে) সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়কে গত দুদিনের (ঈদ ও ঈদের পরদিন) তুলনায় গণপরিবহনসহ বিভিন্ন ধরনের অধিক সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুব বেশি না থাকলেও গত দুদিনের চেয়ে সংখ্যায় বেশি বলে জানিয়েছেন বিভিন্ন রুটের চালকরা।

তারা জানান, ঈদের সরকারি তিনদিনের ছুটি শনিবার শেষ হয়। সরকারি ও বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ রোববার থেকে খুলেছে। ফলে অফিসগামী যাত্রীদের অনেকেই গণপরিবহনে নিজ নিজ কর্মস্থলে রওনা হন। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে।

রোববার সকালে সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বেড়েছে। গত দুদিন রাস্তাঘাটে যানবাহন কম থাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা তেমন চোখে পড়েনি। তবে আজ সকাল থেকেই বিভিন্ন সিগন্যালে ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা যায়। তবে যানবাহনের সংখ্যা বাড়লেও রাজধানীজুড়ে এখনও ঈদের আমেজ রয়ে গেছে। মার্কেট ও শপিং মল এখনও বন্ধ রয়েছে। তবে ফুটপাতের পাশে কিছু কিছু দোকানিকে বিক্রির আশায় পণ্য সাজিয়ে নিয়ে বসে থাকতে দেখা গেছে। তবে সকালবেলায় ক্রেতার দেখা মেলেনি।

রোববার সকাল সাড়ে ৮টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাইদুর রহমান নামের এক যুবক। তিনি মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারীর চাকরি করেন। ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগদান করতে যাচ্ছেন বলে জানান।

যাত্রাবাড়ির বাসিন্দা আহসান হাবিব শাহবাগ মোড়ে বাস থেকে নেমে দাঁড়ান। তার সঙ্গে আট বছরের শিশুকন্যা। তিনি জানান, মেয়েটি ঈদের আগের দিন থেকে কানের ব্যাথায় ভুগছেন। তাই তাকে নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক দেখাতে বিএসএমএমইউয়ের আউটডোরে যাচ্ছেন।

রাজধানীর নীলক্ষেত মোড়ে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল জানান, ছুটি শেষে আজ থেকে রাস্তায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে রাজধানী স্বাভাবিক রূপে ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে বলে জানান তিনি।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই