করোনার সুরক্ষা সরঞ্জাম সরবরাহে নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর
দৈনিক বগুড়া
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কারচুপি করছেন কি-না তার ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এন-৯৫ লেখা বক্স। কিন্তু ভিতরে যে জিনিসটা সেটা সঠিক কি-না, এটা আপনাদের জানা দরকার। এটাতে একটু নজর দেন।
সোমবার (২০ এপ্রিল) গণভবনে দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলার কার্যক্রম সমন্বয় করার লক্ষ্যে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন সময় চার দফায় ৪৩টি জেলায় জেলা প্রশাসকদের কার্যালয়ে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি।
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী একজন নার্সের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এ সময় একজন নার্স দায়িত্ব পালনের সময় যাতায়াতের অসুবিধার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরের আনেন।
সিনিয়র স্টাফ নার্স চন্দনা রানী দত্ত করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘তারপরও আমরা আক্রান্ত হচ্ছি বেশি। ময়মনসিংহে বলতে গেলে পার্সেন্টেজ হিসাবে আমরা স্টাফরাই বেশি আক্রান্ত হচ্ছি।’
এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘তবু আমি বলি, একটা মহৎ কাজ আপনারা করছেন। আমি জানি আমাদের ডাক্তার নার্স এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত, আমাদের পুলিশবাহিনী, সশস্ত্র বাহিনীসহ প্রত্যেকেই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’
এ জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রত্যেক এলাকায় যেখানে যে ডাক্তার ও নার্স ডিউটি করে তাদের দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন। তাদের সুরক্ষার বিষয়টা যাতে হয় এবং আমরা কীভাবে সাহায্য করতে পারি, সেটা বলবেন।’
তিনি আরও বলেন, ‘এক কাজ করতে পারেন, তাদের যাতায়াতের জন্য মাইক্রোবাস ও মিনিবাসের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। সবসময় তো আর অ্যাম্বুলেন্সে যাতায়াত ঠিক হবে না। অ্যাম্বুলেন্স হল রোগী টানার জন্য। ডাক্তার-নার্সদের জন্য আলাদা মাইক্রোবাসের ব্যবস্থা করে দেন। এটাতে খুব বেশি লাগবে না; দরকার হলে এটা কিনেও দিতে পারি।’
এর পর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে কো-অর্ডিনেট করে তাদের ট্রান্সপোর্টের জন্য মাইক্রোবাস আর রোগীদের জন্য অ্যাম্বুলেন্স নির্দিষ্ট করা আছে। আমরা এটাতে আরও বেশি নজর দেবো। জেলা-উপজেলা সব জায়গায় সমানভাবে এটা আমরা করছি। এ বিষয়ে আমরা আরও মনিটর করব।’
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ উল্লাহ বলেন, ‘পিপিই স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই সহায়তা দিয়ে আসছে। ৭০ ভাগই স্থানীয় এবং ৩০ ভাগ বৈদেশিকভাবে আমদানিকৃত। অন্যদিকে এন-৯৫ সহজলভ্য না। এর সমগোত্রীয় কিছু জিনিস আছে, যেটা কাছাকাছি এন-৯৫ বা এফএফপি-২ বা পি-২ মাস্ক বলে। আমরা এটাতে বৈদেশিক আমদানি নির্ভর।’ এছাড়াও তিনি একটি পূর্ণাঙ্গ পিপিই’র সঙ্গে যেসব বিষয় সম্পৃক্ত তা তুলে ধরেন।
এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে এখানে একটা প্রশ্ন আছে? আমি মন্ত্রীর কাছে কিছু ছবি পাঠিয়েছি। যারা সাপ্লাই দেয়, তারা কি সঠিকভাবে সঠিক জিনিসটা দিচ্ছে? মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে। পিপিই নাম দিচ্ছে বেশ ভালো। কিন্তু জিনিসগুলি ঠিকমতো বোধহয় যায়নি। এটা একটু আপনাদের খোঁজ করে দেখা উচিত?
এ বিষয়ে সিএমএসডি পরিচালন বলেন, ‘কেন্দ্রীয় ঔষধাগারসহ একটা কমিটি করা আছে, যখন এই সরবরাহটা আসবে সেটার কারিগরি দিকগুলো ঠিক আছে কি-না, বিশেষ করে যারা স্থানীয়ভাবে যারা দেন, সেগুলা পরীক্ষা করে দেওয়া। ইতোমধ্যে আমরা অনেকগুলা পিপিই দিয়েছি। সেটার পরিমাণ প্রায় ১ লাখ ১৭ হাজার। এই মজুদগুলো যারা সরবরাহ করছেন। আমরা সর্বাত্মক করে চেষ্টা করছি। দেশের এই জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে হয়তো আমাদের ভুল হয়ে থাকতে পারে। এখন আমরা চাচ্ছি যে, যাতে আমাদের এই ভুলগুলো না হয়। সঠিকভাবে বিতরণটা যাতে নিশ্চিত করা যায়, সেই উদ্যোগ নিয়েছি।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সেটা আপনারা যাদের এনগেজড করেন তারাই দেখবে। যাদের ব্যবসাটা দেন বা যারা নেয় বা যারা সাপ্লাই দেয়, তারা সঠিকটা দিল কি-না। এটা দেখা উচিত। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরের জিনিসগুলি ঠিক আছে কি-না, এটা আমাদের দেখা উচিত। আমার মনে হয় একটু নজরদারিটা বাড়ানো দরকার।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘আমি আশা করব, স্বাস্থ্য অধিদফতর এই কথাগুলো মনে রাখবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যেটা বলেছেন একদিনের ভেতর আপনারা একটু যাচাই করে তাকে জানাবেন ‘
প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রিতিনিধির বক্তব্য শোনেন এবং দিক নির্দেশনা দেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্য অধিদফতর প্রান্তে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

- ডেঙ্গু ও ক্যান্সার রোধ করতে পারে পেঁপে পাতার রস
- গোনাহকে নেকিতে পরিণত করার আমল
- দুই পেনাল্টি মিসের ম্যাচে ঘাম ঝরানো জয় বার্সার
- শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি লিলি চক্রবর্তী
- নন্দীগ্রাম পৌরবাসী উন্নয়ন চাইলে সবাই নৌকায় ভোট দিন- রিপু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার
- আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
- ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ
- বাইডেন কমলাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জীবিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে যাবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি
- পদ্মা সেতুর নাম `শেখ হাসিনা সেতু` করার নির্দেশনা চেয়ে রিট
- সর্বোচ্চ গুরুত্ব স্বাস্থ্যে, আগামী বাজেটে দশ খাতে অগ্রাধিকার
- আল্লায় শেখের বেটিরে বাঁচায়ে রাহুক
- শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া হয়েছে
- কারাগারের বদলে ৪৯ শিশুকে বই দিয়ে বাড়ি পাঠালেন আদালত
- বগুড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
- বগুড়ায় ঘর পাচ্ছে ১৭০২ গৃহহীন পরিবার, উদ্বোধন ২৩ জানুয়ারি
- শাজাহানপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ
- সোনাতলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আপন সহোদর দুই ভাই গ্রেফতার
- কাহালুতে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাহালুতে প্রাণিসম্পদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- শিবগঞ্জ নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বিশাল র্যালী
- ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা
- করোনার টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে বিএনপি : কাদের
- ‘ভ্যাকসিনমৈত্রী: বাংলাদেশকে ভারত অগ্রাধিকার দিচ্ছে’
- নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী
- তীব্র শীতে শিশুর যত্নের কিছু পরামর্শ
- দেশের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ৫জি
- চুলের খুশকি দূর করবে এই পাতা
- দেশে এলো ভারতের উপহারের টিকা
- বগুড়ায় মাস্ক না পরা ও পলিথিন বিক্রি ব্যবহার করায় দায়ে জরিমানা
- বগুড়ার দুর্ধর্ষ ডাকাত লুৎফর গ্রেফতার
- বঙ্গবন্ধুর নামে লন্ডনে হচ্ছে বিশ্ববিদ্যালয়
- বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২
- বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা
- শেরপুরে ভ্রাম্যমাণ আদালত,এক বছরে জরিমানা আদায় সাড়ে ১৭লক্ষ টাকা
- ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু
- যখনই বিপদ-অশান্তিতে পড়বেন তখনই যে ৩ আমল করবেন
- বগুড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার
- সকালের পাঁচ অভ্যাসেই গলবে পেটের চর্বি
- যে ৪ ধরনের ব্যক্তিকে আল্লাহ বেশি ঘৃণা করেন
- বগুড়ায় ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরায় জরিমানা
- মোটরযানের ফিটনেস সেন্টার স্থাপনের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে
- বিলিম্বি ফলের ভেষজগুণ
- বগুড়ায় বোর্ডিং থেকে তিন নারীসহ গ্রেফতার ৪
- তৈমুরকেই চাই, নোরার কথায় চমকে উঠলেন কারিনা
- পুকুর খনন ও মাদক নিয়ন্ত্রণে তৎপর থাকবে আদমদিঘী উপ: প্রশাসন
- বগুড়ায় বিএনপি নেতা জানে আলম খোকাকে দল থেকে বহিষ্কার
- বগুড়ায় এতিম শিশুদের মাঝে র্যাবের খাদ্য বিতরণ
