রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

কী করব? লকডাউনে মিমির ট্যুইটে নেটিজেনদের ভিড়

কী করব? লকডাউনে মিমির ট্যুইটে নেটিজেনদের ভিড়

সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ। কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তারা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন তো আবার ঘরবন্দি দশা। তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অনেক সময়। এই সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন।

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। কখনও নিজের পোষ্যের সঙ্গে ছবি দিচ্ছেন, তো কখনো আবার করোনা নিয়ে সচেতনতার মন্ত্র দিচ্ছেন। তবে এত কিছুর পরে হয়তো নতুন কিছু খুঁজে পাচ্ছেন না মিমি। আর তাই তো ট্যুইটারে ফ্যানদের উদ্দেশ্যে ট্যুইট করলেন, কী করব? যাই করব বাড়িতে থেকে করো।

মিমি-র এই ট্যুইটে ফ্যানেরা নায়িকাকে দারুণসব টিপস দিয়েছেন। কেউ বলেছেন নেটফ্লিক্স দেখতে, কেউ বলেছেন বই পড়তে, কেউ আবার বলেছেন ফ্যানেদের সঙ্গে আড্ডা মারতে। তা কী করবেন মিমি?

দৈনিক বগুড়া

সর্বশেষ: