মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

নাম ফাঁস হওয়ার ভয়ে রিয়াকে সমর্থন বলিউড তারকাদের

নাম ফাঁস হওয়ার ভয়ে রিয়াকে সমর্থন বলিউড তারকাদের

বলিউড অভিনেতা সুশান্ত সি রাজপুতের মৃত্যু মামলার তদন্তে মাদককাণ্ড নিয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরায় গ্রেপ্তার হয়েছেন রিয়া। সেই জেরায় উঠে এসেছে ২০ জনেরও বেশি বলিউড তারকাদের নাম। যেখানে প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন।

প্রথম সারির তারকারা কারা এ নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। এরই মাঝে রিয়ার সমর্থনে ধীরে ধীরে এগিয়ে আসছে বলিউডের তাবড় তাবড় তারকারা। হঠাৎ এতদিন পর কেন রিয়ার সমর্থনে এগিয়ে আসছেন তারা। তবে কি নিজেদের নাম ফাঁস হয়ে যাওয়ার ভয় এই সমর্থনের খেলা খেলছে বলিউড।

এনসিবির তদন্তে কোনো তারকার নাম উঠে আসা মানেই তাদের ইমেজ নিয়ে টানাটানি। সেই ভয়েই কি রিয়াকে সমর্থন করছেন বিদ্যা বালান থেকে কারিনা কাপুর, ফারহান আখতার।

বিদ্যা, ফারহান, কারিনা ছাড়াও রিয়ার সমর্থকদের তালিকায় রয়েছে আরো নাম। যার মধ্যে আছেন আয়ুষ্মান খুরানা, সোনম কাপুর, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, রাধিকা আপ্তে, শিবানি ডান্ডেকর।

জানা গেছে, এমন অনেক বড় তারকাই রয়েছেন যারা ড্রাগ না নিয়ে কাজই করতে পারেন না। সেটে এসেই তাদের প্রথম কাজ হয় মাদক নেয়া।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম: