বিজয় দিবসের আগেই পদ্মা জয়
দৈনিক বগুড়া
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০

বিজয়ের মাসে দেশবাসীর জন্য আরেকটি বড় বিজয় অপেক্ষা করছে। এ বিজয় পদ্মা সেতুর বিজয়। আগামী ১৬ ডিসেম্বরের আগেই পদ্মা নদীর দুই ক‚ল স্পর্শ করবে স্বপ্নের পদ্মা সেতু। এর মাধ্যমেই পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ নিতে খুব কাছাকাছি চলে যাবে। শুক্রবার পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসানো হয়েছে। ফলে পদ্মা সেতু এখন দৃশ্যমান হলো ৬ কিলোমিটার। বাকি রইল আর মাত্র একটি স্প্যান, যার দূরত্ব মাত্র ১৫০ মিটার। ১৬ ডিসেম্বরের আগেই যেকোনো এক দিন ৪১তম স্প্যানটি বসানো হলেই মিলবে পদ্মার দুই ক‚ল।
স্প্যান বসানোর পাশাপাশি পদ্মা সেতুর সড়কপথ তৈরির কাজও এগিয়ে চলেছে সমানতালে। ইতোমধ্যেই শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর প্রায় ৩ কিলোমিটার পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সবগুলো স্প্যান বসানোর পর এবং সড়কের ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি আনুষঙ্গিক কাজ শেষ করা হবে। সব কাজ শেষ হলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। অর্থাৎ আর মাত্র এক বছর পরই পদ্মা সেতুর ওপর দিয়ে চলবে গাড়ি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুতে বসানো হলো ৪০তম স্প্যান ‘টু-ই’। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর পিয়ারের ওপর বসানো হয় স্প্যানটি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী
(মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। সময়ের আলোকে তিনি জানান, বৃহস্পতিবার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বিশে^র সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৪০তম স্প্যানটি বহন করে নির্দিষ্ট পিয়ার দুটির কাছে নিয়ে নোঙর করে রাখা হয়েছিল। বাকি ছিল স্প্যানটি ওপরে তুলে বসানোর কাজ। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ওপরে তোলার কাজ শুরু হয়। এরপর বেলা ১১টার দিকে নির্ধারিত পিয়ার দুটির ওপরে ভ‚মিকম্প সহনশীল বিয়ারিংয়ে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।
আব্দুল কাদের জানান, ৪০তম স্প্যানটি বসে যাওয়ায় ১২ ও ১৩নং পিয়ারে সর্বশেষ ৪১তম স্প্যান ‘ই-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মধ্যে সর্বশেষ স্প্যানটি বসানো হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এদিকে স্প্যান বসানোরা কাজ ছাড়াও সেতুর অন্যান্য কাজও এগিয়ে চলেছে। সেতুতে ১ হাজার ৮৪৮টি রেলওয়ে ও ১ হাজার ২৩৮টি রোডওয়ে সø্যাব বসানো হয়েছে।
পদ্মা সেতুটি এখন এক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে। শরীয়তপুরের জাজিরার ক‚লে বেশ আগেই মাটি স্পর্শ করেছে পদ্মা সেতু। বাকি আর একটি স্প্যান বসলেই সেতুটি পদ্মা নদীর মাওয়া পাশের মাটিও স্পর্শ করবে। দুই ক‚লের মানুষ এখন এই সুন্দর মুহূর্তটি দেখার অপেক্ষায় আছে। অবশ্য পদ্মার দুই ক‚লের মিলন আরও ঘনিয়ে আসত এতদিনে। আগস্ট-সেপ্টেম্বরে অন্তত পাঁচটি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল কর্তৃপক্ষের। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচÐ স্রোত প্রবাহিত হওয়ায় এ সময়ে একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এ ছাড়া নজিরবিহীন ভাঙনেও কাজের ক্ষতি হয়েছে। গত ১০ অক্টোবর পর্যন্ত সেতুতে ৩১টি স্প্যান বসানো হয়েছিল। আর গত ১১ অক্টোবর থেকে ৪ নভেম্বরÑ এই ৫৪ দিনের মধ্যে বসল ৯টি স্প্যান। এর মধ্যে অক্টোবর মাসে বসানো হয় ৪টি স্প্যান। গত ১১ অক্টোবর বসেছিল ৩২তম স্প্যান, ১৯ অক্টোবর বসেছিল ৩৩তমটি, ২৫ অক্টোবর বসেছিল ৩৪তম স্প্যান এবং ৩১ অক্টোবর বসেছিল ৩৫তম স্প্যান। এরপর নভেম্বর মাসেও পদ্মা সেতুতে বসে ৪টি স্প্যান। গত ৪ নভেম্বর ৩৬তম, ১১ নভেম্বর ৩৭তম, ১৬ নভেম্বর ৩৮তম, ২৩ নভেম্বর ৩৯তম আর শুক্রবার ৪ ডিসেম্বর ৪০তম স্প্যান বসানো হলো পদ্মা সেতুর ওপর।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৪০টি স্প্যান। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।
মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সময়ের আলোকে জানান, আমরা স্বপ্ন বাস্তবায়নের খুব কাছে চলে এসেছি। ৪০টি স্প্যান বসানো হয়ে গেল। আর বাকি থাকল মাত্র ১টি। শেষ স্প্যানটি আমরা বসাব আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই। আমরা এই বিজয়ের মাসে দেশের মানুষকে আরেক বিজয়ের স্বাদ দিতে চাই। আশা করছি, আবহাওয়া ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সেটি করতে পারব। তিনি আরও জানান, স্প্যান বসানোর কাজ আরও তিন মাস আগেই শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু গত বর্ষাকালে নদীতে পানি বেড়ে যাওয়ায় পদ্মার মূল অংশে প্রবল স্রোত হওয়ায় স্প্যান বসানোর কাজ বন্ধ রাখতে হয়। নতুবা এতদিনে সবগুলো স্প্যান বসানো হয়ে যেত। তা ছাড়া করোনাভাইরাসের কারণের কনস্ট্রাকশন কাজে ব্যাঘাত ঘটেছে। তবে এখন সবদিক দিয়েই অনুক‚ল পরিবেশ রয়েছে। আমাদের প্রত্যাশা আজ থেকে আর মাত্র এক বছরের মধ্যেই, অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু করা সম্ভব হবে।

- ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ
- বাইডেন কমলাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জীবিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে যাবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি
- পদ্মা সেতুর নাম `শেখ হাসিনা সেতু` করার নির্দেশনা চেয়ে রিট
- সর্বোচ্চ গুরুত্ব স্বাস্থ্যে, আগামী বাজেটে দশ খাতে অগ্রাধিকার
- আল্লায় শেখের বেটিরে বাঁচায়ে রাহুক
- শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়া হয়েছে
- কারাগারের বদলে ৪৯ শিশুকে বই দিয়ে বাড়ি পাঠালেন আদালত
- বগুড়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
- বগুড়ায় ঘর পাচ্ছে ১৭০২ গৃহহীন পরিবার, উদ্বোধন ২৩ জানুয়ারি
- শাজাহানপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ
- সোনাতলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আপন সহোদর দুই ভাই গ্রেফতার
- কাহালুতে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাহালুতে প্রাণিসম্পদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- শিবগঞ্জ নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বিশাল র্যালী
- ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা
- করোনার টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে বিএনপি : কাদের
- ‘ভ্যাকসিনমৈত্রী: বাংলাদেশকে ভারত অগ্রাধিকার দিচ্ছে’
- নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী
- তীব্র শীতে শিশুর যত্নের কিছু পরামর্শ
- দেশের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ৫জি
- চুলের খুশকি দূর করবে এই পাতা
- দেশে এলো ভারতের উপহারের টিকা
- আদমদীঘির ১০০ পরিবার পাচ্ছে শেখ হাসিনার দেয়া স্বপ্নের বাড়ী
- নন্দীগ্রামে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- মুম্বাই থেকে বাদ, অবসর নিয়ে নিলেন মালিঙ্গা
- পাকা চুল-দাঁড়ি উঠাতে নিষেধ করেছেন বিশ্বনবি
- এবার প্রেম নিয়ে মুখ খুললেন তাপসী
- উপহারের টিকা নিয়ে রওনা হয়েছে এয়ার ইন্ডিয়া
- সারাদেশে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন ৬৯৯০৪ ভূমিহীন পরিবার
- জামায়াত-শিবির আর জঙ্গিতে পূর্ণ হেফাজতের কমিটি
- বগুড়ায় মাস্ক না পরা ও পলিথিন বিক্রি ব্যবহার করায় দায়ে জরিমানা
- বঙ্গবন্ধুর নামে লন্ডনে হচ্ছে বিশ্ববিদ্যালয়
- বগুড়ার দুর্ধর্ষ ডাকাত লুৎফর গ্রেফতার
- বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২
- বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা
- শেরপুরে ভ্রাম্যমাণ আদালত,এক বছরে জরিমানা আদায় সাড়ে ১৭লক্ষ টাকা
- চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু
- ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ভ্রমণকারীর সাওয়াব লেখা হবে যেভাবে
- কিশোরীকে ঢাকায় আটকে রেখে ধর্ষণ, বগুড়ার সারিয়াকান্দিতে আটক ১
- বগুড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার
- যখনই বিপদ-অশান্তিতে পড়বেন তখনই যে ৩ আমল করবেন
- সকালের পাঁচ অভ্যাসেই গলবে পেটের চর্বি
- বগুড়ায় ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরায় জরিমানা
- শ্বাসকষ্ট থেকে মুক্তি দেবে একটি পাতা
- যে ৪ ধরনের ব্যক্তিকে আল্লাহ বেশি ঘৃণা করেন
- একনেকে ৩৩০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- মোটরযানের ফিটনেস সেন্টার স্থাপনের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে
- বিলিম্বি ফলের ভেষজগুণ
