বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে মেধা শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শাজাহানপুরে মেধা শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 
বগুড়ার শাজাহানপুরে সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী। কলেজ পর্যায়ে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজটির অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজটির অধ্যক্ষ লে: কর্ণেল খোন্দকার ফারুক হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে। অপরদিকে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পারতেখুর দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মুবাশ্বেরা করিম এবং বগুড়া ক্যান্টনমেণ্ট বোর্ড হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র শাহরিয়ার ইসলাম শাওন। উক্ত অনুষ্ঠানে সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া