রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

শেরপুরে সড়কে নির্মাণ সামগ্রী রাখায় জরিমানা

শেরপুরে সড়কে নির্মাণ সামগ্রী রাখায় জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় সড়কে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাবরিনা শারমিন।

সাবরিনা শারমিন বলেন, স্থাপনা নির্মাণের জন্য সড়কে নির্মাণ সামগ্রী রাখা হয়েছিল। এতে জনগণের চলাচলের অসুবিধা হচ্ছিল।

যিনি সড়কে এসব রেখেছিলেন তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রাস্তা থেকে তাৎক্ষনিকভাবে নির্মাণ সামগ্রী অপসারনের নির্দেশ দেয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: