মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিচারপতি বাসভবনে হামলা: বিএনপির দুইজন রিমান্ডে

বিচারপতি বাসভবনে হামলা: বিএনপির দুইজন রিমান্ডে

সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই বিএনপি কর্মীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- মো. ইয়াহিয়া নোমান (৩১) ও মো. নাঈম হাসান (২৯)। 

মঙ্গলবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন এ মামলায় গ্রেফতার অন্য আসামি মো. আল আল ইমরান বাবুকে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিএনপি নেতাকর্মীদের। সংঘর্ষের একপর্যায়ে রমনায় অবস্থিত প্রধান বিচারপতির বাসভবন বা জজেস কমপ্লেক্সে ভাংচুর করে বিএনপি কর্মীরা। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ।

সূত্র: ডেইলি বাংলাদেশ