মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

যুবদল নেতা ইসহাক সরকারসহ ১২ জনের ৭ বছর জেল

যুবদল নেতা ইসহাক সরকারসহ ১২ জনের ৭ বছর জেল

সংগৃহীত

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনকে সাত বছরের সাজা দিয়েছেন আদালত।

এ মামলায় সাজাপ্রাপ্ত উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন আনোয়ার, হায়দার আলী বাবলা, ইমরান, সেন্টু, নাসুম প্রমুখ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ৮ মার্চ কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে হরতাল সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটায় আসামিরা। এতে রিকশাচালক কামাল হোসেন গুরুতর আহত হন। এ বিস্ফোরণের মাধ্যমে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ মামলা করেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ২০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। বিচার চলাকালীন আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ