বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সহায়তা পেল শাল্লার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

প্রধানমন্ত্রীর সহায়তা পেল শাল্লার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩ লাখ ৪৪ হাজার টাকা, ৩২ বান্ডিল টিন এবং ৭ টন চাল তুলে দেয়া হয়েছে।

শুক্রবার দুপরে ঘটনাস্থলে গিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ এই সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিসি মো. জাহাঙ্গীর হোসেন, এসপি মিজানুর রহমান।

এরমধ্যে ৩৭ টি পরিবারকে ৫ হাজার টাকা, ৫৩ টি পরিবারকে ৩ হাজার টাকা করে ৯০ টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ৭ মন্দিরে ৭ টন চাল ও ৩২ টি পরিবারকে ক্ষতিগ্রস্ত গৃহ মেরামতের জন্য ১ বান ঢেউটিনসহ নগদ ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় দেড় হাজারেরও বেশি আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যারা এমন ঘটনা ঘটিয়েছে, ভাবতে হবে কারা এমন শত্রু। তাদের যে পরিচয়ই থাকুক না কোনো ছাড় দেয়া হবে না।

সম্প্রতি হেফাজত নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ঝুমন দাশ নামের এক যুবক। মঙ্গলবার রাতে নোয়াগাও গ্রামের  শাসকাই বাজার থেকে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তারপরও ১৭ মার্চ দিরাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে কয়েকশ যুবক, কিশোর লাঠিসোটা নিয়ে নোয়াগাঁওয়ে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।  

 

দৈনিক বগুড়া