বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিটিয়ে মারা হলো মা গোখরাসহ ৫০ বাচ্চা

পিটিয়ে মারা হলো মা গোখরাসহ ৫০ বাচ্চা

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কৃষকের বসতঘর থেকে মা গোখরা সাপসহ ৫০টি বাচ্চা উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরীনগর এলাকার কৃষক আব্দুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে বসতঘরের ভেতর থেকে একটি গোখরা সাপের বাচ্চা বের হয়। কৃষক আব্দুল খালেকের স্ত্রী বাচ্চাটিকে দেখতে পান। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশিদের বিষয়টি জানান। পরে তাদের সামনেই ঘরের ভেতর একটি ইঁদুরের গর্ত থেকে আরো কয়েকটি সাপের বাচ্চা বের হয়। সেগুলোকে মারার পর ইঁদুরের গর্ত খুড়ে মা গোখরাসহ ৫০টি ছানা ও ডিম উদ্ধার করা হয়। স্থানীয়রা সাপগুলোকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

চেয়ারম্যান আরো জানান, বসত ঘর থেকে এতোগুলো সাপ উদ্ধারের পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

দৈনিক বগুড়া