শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

পেঁপে ক্ষেতে সবজি চাষে ব্যাপক সাফল্য

পেঁপে ক্ষেতে সবজি চাষে ব্যাপক সাফল্য

পেঁপে ক্ষেতে সবজি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। সদর উপজেলার গান্না গ্রাম ও কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে প্রায় ১০০ বিঘাজমিতে এই সমন্বিত চাষ শুরু করেছেন কৃষকরা। তারা একই সময়ে এক ক্ষেতে দুই সবজি চাষ করে রীতিমতো সাড়া ফেলেছেন। লাভ বেশি হওয়ার কারণে অনেকেই আগ্রহী হচ্ছেন এই পদ্ধতিতে সবজি চাষে।

জানা যায়, ঝিনাইদহে পেপের সাথে সমন্বিতভাবে বাধাকপিসহ বিভিন্ন ধরনের পেপের সাথে বাধাকপি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। তিন মাসে বিঘা প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ পাচ্ছেন তারা। কৃষক শহিদুল ইসলাম বলেন, পেঁপে বাগানে প্রচুর পরিমাণে রোদ পাওয়া যায়। তাই আমি তিনি পরীক্ষামূলকভাবে গত ২ বছর ধরে বাধাকপি চাষ শুরু করি। প্রথম বছর ৬০ বিঘা থেকে প্রায় ৮ লাখ টাকা লাভ হয়েছিল। এবার আমি ৮০ বিঘা জমির পেঁপের মধ্যে বাধা কপি লাগিয়েছি। আশা করছি এবারও লাভবান হবো। সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম জানান, পেঁপে চাষের জমিতে অনেকেই সাথী ফসল হিসেবে বাধাকপি, ধনিয়া, বেগুন, ভুট্টা চাষ শুরু করছেন। এতে একই জমিতে অধিক ফসলের পাশাপাশি লাভবান হচ্ছেন কৃষকরা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: