বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট বাড়ছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট বাড়ছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। চলতি মাসের ১৫ তারিখ থেকে দুই দেশের মধ্যে সপ্তাহে মোট ২১টি ফ্লাইট চলবে। সোমবার (১১ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভারত ও বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থায় ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে ৭ থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত আগামী ১৫ অক্টোবর থেকে থেকে কার্যকর হবে। এতে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণকারীরা উপকৃত হবেন।

এদিকে দীর্ঘ দিন স্থগিত থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফ্লাইট চলাচল গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধি-নিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশকিছু দেশের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন, তাদের স্থলপথে ফিরতে হয়।

দৈনিক বগুড়া