বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও একজনের মৃত্যু, সৌদি গেলেন ৫৩৩৬৭ বাংলাদেশি হজযাত্রী

আরও একজনের মৃত্যু, সৌদি গেলেন ৫৩৩৬৭ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন। সর্বশেষ শুক্রবার (১ জুলাই) মাদারীপুরের লায়লা আক্তার মক্কায় মারা যান। তার বয়স ৫১ বছর। লায়লা আক্তারের পাসপোর্ট নম্বর ইজি০০৬১০১৭।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর শনিবার (২ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন। ১৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

দৈনিক বগুড়া