• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক বগুড়া

প্রকাশিত: ১ মার্চ ২০২৩  

উৎপাদন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী উৎপাদন ব্যবস্থা সচল রাখার নির্দেশ দিয়েছেন। শামসুল আলম বলেন, সভায় পতিত জমি ফেলে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিপদ আসতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন। যেসব প্রকল্প শিগগির শেষ হওয়ার কথা তা দ্রুত শেষ করার ব্যাপারে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, জনবলের অভাবে অনেক প্রকল্প সচল করা যাচ্ছে না। এজন্য মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এসব প্রকল্পের তালিকা চেয়েছেন তিনি। যাতে করে বাস্তবায়িত এসব প্রকল্পের সুফল জনগণ ভোগ করতে পারে।

২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদন করেছে এনইসি। ফলে চলতি ২০২২-২৩ অর্থবছরে এডিপির আকার কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া