শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরে বাংলাদেশে এসেছেন ২০ লাখ পর্যটক

পাঁচ বছরে বাংলাদেশে এসেছেন ২০ লাখ পর্যটক

পাঁচ বছরে পর্যটন খাতে আয় হয়েছে ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এ সময়ে প্রায় ২০ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর আগে গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারদলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পর্যটন খাতে প্রতি বছর বিপুল পরিমাণ বার্ষিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ২০১৭-২১ পর্যন্ত বাংলাদেশে এসেছে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার ১৩১ জন পর্যটক এসেছেন। এতে ৩ হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আসে।

সারা দেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকারদলীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভূমিমন্ত্রী। দেশের ২৫টি জেলায় সম্পত্তি বিনিময় মামলা চলছে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে।

দৈনিক বগুড়া