• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বিটিআরসি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠার ২১ বছর পর ১২ তলা নিজ ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (২০ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ২৬০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় নির্মিত এ ভবন উদ্বোধন করতে যাচ্ছেন। যদিও বিটিআরসির কর্মকর্তারা গত জুন মাস থেকে এ ভবনে অবস্থান নিয়ে তাঁদের কার্যক্রম চালিয়ে আসছেন। এই ভবন থেকে নিয়ন্ত্রণ করা হবে দেশের টেলিযোগাযোগব্যবস্থা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, ২০০২ সালের ৩১ জানুয়ারি ৪১ জনবল নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গঠিত হয়। গঠনের পর নিজ ভবন না থাকায় সংস্থাটি প্রথমে ঢাকার গুলশানে একটি ভাড়া বাসায় এবং পরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) ভবনের তিনটি ফ্লোর ভাড়া করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া