বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশ দেন।

শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ জানুয়ারির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ইংরেজি মাধ্যম ও অন্যান্য সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযপান নিশ্চিত করতে হবে।

দৈনিক বগুড়া